এক নজরে সংগঠন
ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (ডিডিসি) বাংলাদশেরে পঞ্চগড় জেলায় র্কমরত প্রতিবন্ধী নারী নেতৃত্বে পরিচালিত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)। সংগঠনটি স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোগে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ২১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক/সভাপতির দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে।
প্রতিবন্ধী পুরুষ এবং প্রতিবন্ধী নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করছে।
এছাড়া প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তি কর্মসূচিসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।
কর্মএলাকা
ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (ডিডিসি) বাংলাদেশের পঞ্চগড় জেলায় সকল উপজেলায় কাজ করার অনুমতি রয়েছে, কিন্তু বর্তমানে ৩টি ইউনিয়নে সরাসরি কার্যক্রম বাস্তবায়ন করছে।